YouTube সম্পর্কে বাঙ্গালিদের কিছু ভুল ধারনার সমাধান

YouTube সম্পর্কে বাঙ্গালিদের কিছু ভুল ধারনার সমাধান:

- চ্যানেল রিপোর্ট করলেই চ্যানেল বন্ধ হয় না.।
- বিনা কারনে ইউটিউব কখনই চ্যানেল সাসপেন্ড করে না।
- ইউটিউব আর গুগল একই কোম্পানী।
- চ্যানেল ভেরিফাইড হলে যে সাসপেন্ড হবে না, এটাও ভুল ধারনা।
- ইউটিউব ক্লিকের উপরে ইনকাম দেয় না, RPM Count করে ইনকাম দেয়,। (অবশ্য RPM - Click এর উপর ভিক্তি করেই হয়)
- ফেজবুক/ ইউটিউব চালাতে আপনার যে MB খরচ হয়েছে, এটার ভাগ ইউটিউব / ফেজবুক পায় না।
- ইউটিউব এর ভিডিও রিপোর্ট করলেই ইউটিউব থেকে টেক ডাউন করা যায় না।
বি,দ্রঃ ডাক্তারি পড়া ছাড়া যেমন কেউ ডাক্তার হতে পারে না, ইভেন সীমিত জ্ঞান দিয়ে যেমন বিসনেস ম্যান হউয়া যায় না, তেমনই ইউটিউব সম্পর্কে না জেনে শুনে বা সীমিত জ্ঞান দিয়ে ইউটিউবিং করে ইউটিবার হওয়া যায় না,
ডাক্তারির উপরে জ্ঞান না নিয়ে রোগির চিকিৎসা করলে যেমন রোগী মারা যেতে পারে। তেমনই, ইউটিউব এর উপরে জ্ঞান না নিয়ে ইউটিউবিং করলে চ্যানেল মারা যেতে পারে।
ধন্যবাদ...
R @ S. Theme images by PLAINVIEW. Powered by Blogger.