দক্ষতা আছে, সার্টিফিকেট নেই ?? আজই অর্জন করুন সরকারি সার্টিফিকেট

আমাদের আশেপাশে তাকালেই অনেক লোক দেখতে পাবো যারা বিভিন্ন সেক্টরে দক্ষ, যেমনঃ

  • বাজারে যারা নষ্ট টেলিভিশন মেরামত করেন, তারা বেশ দক্ষ, কিন্তু সার্টিফিকেট নেই।
  • ইলেকট্রিক্যাল কাজ জানেন অনেকেই আছেন, কিন্তু প্রতিষ্ঠানিক সনদ নেই। 
  • কম্পিউটারের ভাল কাজ জানেন, কিন্তু সার্টিফিকেট নেই।
  • ভাল রান্না করতে পারেন, কিন্তু সার্টিফিকেট নেই।
  • প্লাম্বিং এর কাজ জানেন, কিন্তু সার্টিফিকেট নেই।
  • গ্রাফিক্স ডিজাইন জানেন, কিন্তু সার্টিফিকেট নেই।
  • ওয়েব ডিজাইন জানেন, কিন্তু সার্টিফিকেট নেই।

প্রত্যেকটি সেক্টরে  আমাদের সমাজে এমন অসংখ্য লোক রয়েছেন, যারা বিভিন্ন বিষয়ে বিষয়ে দক্ষ, কিন্তু তাদের কোন সনদ / সার্টিফিকেট নেই। তাদের সার্টিফিকেট অর্জন করার রয়েছে সুবর্ণ সুযোগ।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) এর আওতায় রয়েছে সার্টিফিকেট অর্জন করার সুবর্ণ সুযোগ। মূলত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) মনোনিত যেকোন Registrad Training Organization (RTO) থেকে আপনি Recognition of Prior Learning (RPL) এর NTVQF- Assessment দিতে পারবেন এবং আপনার দক্ষতা অনুযায়ী সনদ অর্জন করতে পারবেন।

তাহলে প্রশ্ন হলো NTVQF কী?

NTVQF এর পূর্ণরূপ হলঃ National Technical & Vocational Qualification Framework (NTVQF).
এর মোট 6 টি লেভেল রয়েছে। Level-1 থেকে Level-6 এবং সাথে সংযুক্ত আছে, Pre- Voc 1, Pre- Voc 2.

যেই যেই বিষয়ে Level গুলো হয়ে থাকে কয়েকটির উদাহরণঃ
১. সিভিল (মেসন, রড বাইন্ডিং, প্লাম্বিং)
২. Electrical (EIM).
৩. ICT (Computer all).
৪. Food.
৫. Wood working.
৬. Mechanical (Machine tools)
৭. Automobile.
৮. Tourism & Hospitality.
৯. Transport ইত্যাদি।

* কোথায় করবেন?
REGISTERED TRAINING ORGANISATION (RTO) প্রতিষ্ঠানে আপনি Level গুলো করতে পারবেন।
এর জন্য বাংলাদেশে অনেক RTO প্রতিষ্ঠানে রয়েছে যেমনঃ PencilBox Training Institute, BKTTC Dhaka, MAID, BKTTC Chittagong, SAIC, UCEP. এছাড়াও সরকারি-বেসরকারি আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে। 
আপনি উক্ত প্রতিষ্ঠান গুলোর সাথে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করবেন। যখন Assessment হবে তখন আপনাকে জানাবে, তারপর আপনি এসে দুইদিন Orientation Class-এর মাধ্যমে কাজের প্র্যাকটিস করার সুযোগ পাবেন, কোন ভুল থাকলে প্রশিক্ষকগন আপনাকে বুঝিয়ে দিবেন। তৃতীয় দিন Assessment (মূল্যায়ন) করা হবে।
  • প্রথমে লিখিত (MCQ / Short Question),
  • প্র্যাকটিক্যাল
  • মৌখিক।
Assessment এর দিনই আপনাকে আপনার ফলাফল জানিয়ে দেবেন এবং একটি অস্থায়ী সার্টিফিকেট দেবেন।
আর এই পুরো বিষয়টাই মূল্যায়ন করে থাকেন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের মনোনিত একজন Assessor এবং একজন বোর্ড প্রতিনিধি। কারিগরি শিক্ষাবোর্ড কতৃক সার্টিফিকেট প্রদান করা হয়ে থাকে।

* কতো টাকা খরচ হয়?
Level-1, Level-2, Level-3 এগুলো কিছু দিন আগেও বিভিন্ন প্রজেক্ট এর মাধ্যমে ফ্রি হয়েছে এবং যারা সম্পন্ন করেছে তাদেরকে তারা ভাতাও দিয়েছে, তবে অনেকদিন যাবৎ এসব বন্ধ রয়েছে তাই নিজে ৩০০০-৪০০০ টাকা খরচ করে প্রত্যেকটি Level সম্পন্ন করতে হয়। 


* Competency Based Training & Assessment (CBT&A) Under NTVQF:
The NTVQF is a comprehensive, yet flexible framework for all qualifications in the skills development system. It describes qualification in eight levels ranging from Pre-Vocational Levels 1 and 2; to NSC Levels 1 to 6.
CBT&A-NTVQF:
CBT&A (Competency Based Training and Assessment ) কোর্স NTVQF অনুসারে পরিচালিত একটি ট্রেনিং কোর্স। এই কোর্সের মান আন্তর্জাতিক মানদন্ডে নির্ধারিত।


R @ S. Theme images by PLAINVIEW. Powered by Blogger.