ভাইবা বোর্ডে কমন প্রশ্ন

💢 ভাইবা বোর্ডে একটি কমন প্রশ্ন থাকেই, সেটি হল “Introduce Yourself”, প্রশ্নটি ইংরেজিতেই করা হয় এবং ইংরেজিতেই এ সম্পর্কে সংক্ষেপে নিজের সম্পর্কে বলতে হয়। নিচে একটি নমুনা প্রদত্ত হল। আশা করি কাজে লাগবে। ✪ Hello Sir/ma’am. Thank you for giving me the opportunity to introduce myself in front of you. আমার নিজের সম্পর্কে আপনার সামনে কথা বলতে সুযোগ দেবার জন্য ধন্যবাদ.
✪ I am Md. Saad ahmed, the son of (Father’s name), here to face the viva আমার নাম সাদ আহম্মেদ। আমার বাবার নাম (————-), ভাইভা তে অংশগ্রহন করতে এসেছি. ✪ I obtained my Bachelor and Master degree in management from (University Name) in 2015 and 2016 respectively আমি ২০১৫ ও ২০১৬ সালে (ওমুক বিশ্ববিদ্যালয়) থেকে ব্যবস্থাপনা বিষয়ের উপর যথাক্রমে স্নাতক ও স্নাতোকোত্তর ডিগ্রি অর্জন করেছি. ✪ I think, I am a handworker, sincere, conscientious, and devoted person who can be relied upon to work to a very high standard. আমি নিজেকে কঠোর পরিশ্রমি,সৎ এবং বিশ^স্ত ব্যাক্তি হিসেবে মনে করি যার কাছ থেকে খুব ভালো মানের কাজের প্রত্যাশা করা যায়। ✪ I am good at MS Office application which helps me to complete computer related task quickly আমি এম এস অফিস এপ্লিকেশনের উপর দক্ষ যা আমাকে কম্পিউটার সম্পর্কিত কাজ দ্রুত সম্পাদনে সহায়তা করে. ✪ I am fond of playing Cricket which helps me to keep myself healthy. আমার কাছে ক্রিকেট খেলা খুবই পছন্দ যেটি আমাকে সুস্বস্থ্যের অধিকারি হতে সাহায্য করে। ✪ As a fresher, I don’t have any work experience regarding this job, but I will prove it once the opportunity comes. শিক্ষানবিস হিসাবে আমার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আমি বিশ্বাস করি যদি সুযোগ আসে তাহলে অবশ্যই নিজেকে প্রমান করে দেখাবো. ✪ Thank u very much for having patience & giving me such a wonderful opportunity. ধৈর্য সহকারে আমার কথা শোনার জন্য এবং এমন একটি চমৎকার সুযোগ দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সম্পূর্ণ বাক্যঃ Hello Sir/ma’am. Thank you for giving me the opportunity to introduce myself in front of you. I am Md. Saad ahmed, the son of (Father’s name), here to face the viva I obtained my Bachelor's and Master's degree in management from (University Name)
R @ S. Theme images by PLAINVIEW. Powered by Blogger.