৪৪তম বিসিএস (১ম পর্ব)

৪৪তম বিসিএস (১ম পর্ব) এবার বিসিএস প্রিলিতে আবেদন পরতে পারে ০৪ থেকে ০৫ লাখ। পরিক্ষার্থীর সংখ্যা শুনে ভয়ে পেয়ে যান অনেকেই। আসলে উনাদের মধ্যে পরিক্ষার্থী মূলত ৫০ হাজার জন। বাকী সবাই শুধু ফর্মফিলাপকারী!😱 এখন প্রশ্ন হলো আমি কিভাবে ফর্মফিলাপকারী থেকে পরিক্ষার্থী হবো??? উত্তর হলো পড়তে হবে😁😁😁 পড়বো টা কি???? -যাহা আছে সিলেবাসে.....😟 মানে সিলেবাস দেখে একগাদা বই কিনে মুখাস্ত করা শুরু করবো??? উত্তর হচ্ছে -- নাহ 😎 যেমন ধরা যাক আপনি বিসিএস বাংলা পড়া শুরু করবেন --কিভাবে শুরু করবেন???🤔🤔🤔 প্রথমে হাতে নিবো বাংলা বিষয়ের মানবন্টন! 🧐 এখানে মোট প্রশ্ন আসে ৩৫ টা ব্যাকরণ -১৫ টা সাহিত্য (প্রাচীন + মধ্যযুগ) - ০৫ টা সাহিত্য (আধুনিক যুগ) - ১৫ টা ব্যাকরন দিয়ে শুরু করলাম....(১৫ নম্বর) অনেকেই করে কি নবম-দশম শ্রেনির পাঠ্যবই অথবা মোটা একটা ব্যাকরণ বই কিনে পড়া শুরু করে দেয়🙄 ভাই থামেন 🚫 আপনার লক্ষ্য প্রিলি পাস করা (ব্যাকরণবিদ হওয়া নয়) আমরা প্রথমে সিলেবাস টা হাতে নিবো। সিলেবাস টপিক আছে... ১.প্রয়োগ-অপপ্রয়োগ, বানান ও বাক্য শুদ্ধি ২.পরিভাষা ৩.সমার্থক শব্দ ৪.বিপরীতার্থক শব্দ ৫.ধ্বনি ও বর্ণ ৬.শব্দ ও পদ ৭.বাক্য ৮.প্রত্যয় ৯.সন্ধি ১০.সমাস উপরের ১০ টা টপিক থেকেই ব্যাকরণের ১৫ টা প্রশ্ন আসবে (বাইরে থেকেও ১/২ টা প্রশ্ন আসতে পারে, ওগুলা কেউই পারবে না,তাই আপনারও পারতে হবে না।😄) দাড়ান ভাই ⚠️ পড়া শুরু কইরেন না 🙃 যেকোনো একটা বিসিএস প্রশ্নব্যাংক হাতে নিন। বিগত কয়েক বিসিএসের বাংলা ব্যাকরণ অংশ দেখুন। তাহলে বুঝতে পারবেন প্রশ্ন কিভাবে আসে এবং আপনিও ঠিক সেভাবে করে আপনার ব্যাকরণ বই থেকে পড়া শুরু করে দিন। প্রতিদিন ০২ টা টপিক পড়লে... ০৫ দিনে ১০ টা টপিক শেষ 🥰 যার মানে বিসিএসের ১৫ টা প্রশ্ন শেষ আপনার😍 ২০০ টা প্রশ্নের ১৫ টা শেষ মানে হলো বিসিএসের ৭.৫% প্রস্তুতি শেষ করে ফেললেন ০৫ দিনের মধ্যে💪💪💪 পড়তে থাকুন পর্ব-০২ আসছে............ ডাঃ মুহাম্মাদ কাওসার হোসেন এমবিবিএস(ঢাকা), বিসিএস(স্বাস্থ্য) সংগৃহীত পোস্ট
R @ S. Theme images by PLAINVIEW. Powered by Blogger.